জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধন ও সার্টিফিকেট, মার্কশীট, ট্রান্সক্রিপ্ট উত্তেলন বিষয়ে a to z নির্দেশনা সমস্যার সমাধান।

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধন ও সার্টিফিকেট, মার্কশীট, ট্রান্সক্রিপ্ট উত্তেলন বিষয়ে a to z নির্দেশনা সমস্যার সমাধান।  



যে সব প্রশ্ন আপনারা করে থাকেন সেই সব কমন প্রশ্নের উত্তর।


নাম সংশোধন ও ডকুমেন্টস উত্তেলন এর নিয়ম নিয়ে গ্রুপে অলরেডি সিফাত ভাইয়ের পোস্ট আছে। কমেন্ট সেকশনে সংযুক্ত করে দিলাম সেখান থেকে দেখে নিবেন।   

১। আগে রেজিষ্ট্রেশন কার্ড কারেকশন করাবেন নাকি এডমিট কার্ড? 

উত্তর : আগে রেজিষ্ট্রেশন কার্ড কারেকশন করাবেন। তারপর সর্বশেষ ইয়ার এর এডমিট কার্ড যদি অধ্যায়নরত থাকে। আর যারা অনার্স শেষ করে ফেলেছেন তারা রেজিষ্ট্রেশন কার্ড এর সংশোধন হয়ে গেলেই এডমিট কার্ড, সার্টিফিকেট ও মার্কশীট / ট্রান্সক্রিপ্ট সংশোধন করাতে দিবেন।


২। রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন হতে কত সময় লাগে?

উত্তর: স্বাভাবিক এক মাস হতে ২ মাস অনাধিক ৩ মাসও লাগতে পারে।


৩। আমার রেজিষ্ট্রেশন কার্ড / এডমিট কার্ড কারেকশন এপ্রুভ হয়েছে এখন আমি কি করবো প্রিন্ট এর জন্য অপেক্ষায় করবো নাকি অন্য কিছু? 

উত্তর: রেজিষ্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড কারেকশন এপ্রুভ হলেই এপ্রুভ হওয়ার অন্তত ৫/৭ দিন পর কলেজে যোগাযোগ করবেন কলেজ থেকে পাবেন। প্রিন্ট অপশন পর্যন্ত যাবে না।


৪। কম্বাইন্ড সার্ভিসের মাধ্যমে এডমিট কার্ড, সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করাবেন নাকি আলাদা আলাদা ভাবে?

উত্তর : আলাদা আলাদা ভাবেই আবেদন করানো ভালো। কম্বাইন্ড আবেদন করে যেটার ভুক্তভোগী থেকে জেনেছি বেপার টা। কম্বাইন্ড আবেদন করালে এপ্রুভ অপশনে গিয়ে আটকে থাকে। আমার আবেদন ৩ মাসের বেশি সময় ধরে এপ্রুভ হয়ে ছিলো প্রিন্ট হচ্ছিলো না। আমি স্বশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয় গিয়ে প্রিন্ট করে আনি। অইদিন সেম সমস্যা আমার ছাড়াও আরও ৪ জনের দেখি। সব কিছু প্রিন্ট করে দিলো কিন্তু এপ্রুভ অবস্থাতেই থাকলো।।কারণ এক একটির কাজ আলাদা আলাদাজন করে থাকেন।


৫ । এডমিট কার্ড, সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন এর আবেদন করছেন আবেদন এপ্রুভ হয়ে আছে ৩/৪ মাস প্রিন্ট হচ্ছেই না?

উত্তর: এই ক্ষেত্রে সম্ভব হলে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আইসিটি ডিপার্টমেন্টে উপস্থিতি থেকে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ সমাধান হবে।

৬। রেজিষ্ট্রেশন কার্ড, সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন হয়েছে কিন্তু এখনো অনলাইন লগইন ও অনলাইন রেজাল্ট শীটে সংশোধন হয় নি এখন করনিয় কি?

উত্তর: সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, মার্কশীট এর ফটোকপির সাথে একটা আবেদন পত্র দিয়ে এটাচ করবেন ২ টা কপি করবেন।

অনলাইন রেজাল্ট শীটের সংশোধন এর জন্য আইসিটি ডিপার্টমেন্টের ৫১৩ নং রুমে একসেট জমা দিবেন ও অনলাইন লগইন ও স্টুডেন্ট লগইন এর সংশোধন জন্য ৫০৬ নং রুমে এক সেট জমা দিবেন। জমা দেওয়ার দিন বা ২/৩ দিনের মধ্যে সংশোধন হয়ে যাবে।

★(আবেদন পত্রের ফরমেট ১ নং ছবিতে)★


৭। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিজেই নিজের সার্টিফিকেট মার্কশীট / ট্রান্সক্রিপ্ট উত্তেলন করতে কি কি লাগবে?

উত্তর: পেমেন্ট রিসিট, রেজিষ্ট্রেশন কার্ড ফটোকপি, এডমিট কার্ড ফটোকপি ও নিজের nid কার্ড ফটোকপি। 

সংশোধনকৃত গুলো উঠাতে অবশ্যই পূর্বের গুলো সাথে নিবেন কারন পুর্বের গুলো জমা না দিলে দিবে না।


৮। আপনি আপনার সংশোধিত সার্টিফিকেট, মার্কশীট / ট্রান্সক্রিপ্ট বা ইম্প্রুভমেন্ট সার্টিফিকেট, মার্কশীট/ ট্রান্সক্রিপ্ট উঠাতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজে যেতে পারছেন না অন্যজনকে পাঠাবেন সেক্ষেত্রে করনীয় কি?

উত্তর : ক্ষমতা অর্পণ পত্র কলেজের প্রিন্সিপাল দিয়ে সত্যায়িত করে সাথে পেমেন্ট রিসিট, রেজিষ্ট্রেশন কার্ড ফটোকপি, এডমিট কার্ড ফটোকপি ও জিনি আপনার ডকুমেন্টস গ্রহণ করবে তার nid কার্ড ফটোকপি নিয়ে ওয়ানস্টপ সার্ভিস যেতে হবে।

যারা সংশোধিত গুলো সংগ্রহ করবেন অবশ্যই পূর্বের মেইন ডকুমেন্টস গুলো দিতে হবে?

★(ক্ষমতা অর্পণ পত্রের ফর্মেট ২ নং ছবিতে দেওয়া হলো)★


৯। আপনি ৪র্থ বর্ষ পাশ করে গেছেন কিন্তু ১ম,২য় ও ৩ বর্ষে আটকে ছিলেন পরে ইম্প্রুভ দিয়ে পাশ করেছেন কিন্তু আপনার সার্টিফিকেট কলেজে আসে নি এখন কি করবেন?

উত্তর: সার্টিফিকেট, মার্কশীট / ট্রান্সক্রিপ্ট এর জন্য আবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উঠাতে হবে।


১০। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট, মার্কশীট উত্তেলন বা সংশোধন এর আবেদন প্রিন্ট হয়েছে আজকেই। আজকে গেলেই কি পাবেন?

উত্তর: যেদিন প্রিন্ট হবে সেইদিন বা তারপর এর দিন গেলে না পাওয়ার সম্ভাবনা বেশি। কারন প্রিন্ট হবার পর অগুলো আইসিটি ডিপার্টমেন্ট থেকে প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় সনদ শাখায় যাবে তারপর অখান থেকে ওয়ানস্টপ সার্ভিস আসবে। প্রসেসিং হতে ১/২ দিন লাগে। খুব বেশি আর্জেন্ট না হলে ২/৩ দিন পর যাবেন আর বেশি আর্জেন্ট হলে তাৎক্ষণিক যেয়ে ওয়ানস্টপ সার্ভিস না পেলে সনদ শাখায় খোজ নিবেন। সনদ শাখা টা ওয়ান স্টপ সার্ভিস এর সামনেই প্রশাসনিক ভবনের ৪র্থ তলায়।




★★বিশেষ কিছু কথা: বর্তমানে যারা সংশোধন ও ডকুমেন্টস উত্তেলন এর কাজ করাতে দিয়েছেন কিছুটা সময় বেশি লাগতে পারে। বর্তমানে আইসিটি ডিপার্টমেন্টে এর অবস্থা স্বাভাবিক নেই। কিছু ঝামেলায় আছে। তাই বিলম্ব হচ্ছে। গত মাসের ২৯ তারিখ থেকে আইসিটি ডিপার্টমেন্টে কোন সাধারণ স্টুডেন্ট দের ঢুকতে দিচ্ছে না। অইদিন হঠাৎ মিটিং থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। এমনটা হয়তো আরও এক মাস বা তার বেশি কিছুটা সময় চলতে পারে এই নিয়ম। যতটা জানি।


এই প্রশ্ন ও উত্তরের বাহিরেও যদি কারোর আরও কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো।

১/ রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন নিয়ম 

২/ এ্যাডমিট, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট সংশোধন নিয়ম 

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন