#জাতীয়_বিশ্ববিদ্যালয়
#NationalUniversity
রেজিষ্ট্রেশন কার্ড সংশোধনঃ
পূর্ববর্তী সার্টিফিকেট সমূহ সংশোধনের পর আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স/ডিগ্রি এর রেজিঃ কার্ড সংশোধনের আবেদন করতে পারবেন। ফ্রেশ রেজিঃ কার্ড পাওয়ার পর এডমিট এবং তারপর সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করতে পারবেন।
রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের আবেদনের জন্য যা যা লাগবে-
১) নির্দিষ্ট একটি ফরম পূরণ করে উপরে পাসপোর্ট সাইজ ছবি যুক্ত করবেন। তারপর অধ্যক্ষের সুপারিশ, স্বাক্ষর ও সীল নিবেন। (নমুনা কমেন্টে)
২) ডিন বরাবর একটা দরখাস্ত লিখবেন (বাংলা/ইংরেজি) হাতে বা কম্পোজ করে। সেটাতে অধ্যক্ষের সীল স্বাক্ষর নিবেন। (নমুনা লাগলে বলবেন)
৩) JSC, SSC, HSC নাম সংশোধনের চিঠি।
৪) JSC, SSC, HSC এর ফ্রেশ সার্টিফিকেট সমূহ।
৫) অনার্সের ভুল রেজিঃ কার্ড।
৬) এনআইডি কার্ড।
৭) পিতা মাতার নাম সংশোধনের জন্য তাদের এনআইডি কার্ড।
৮) এভিডেবিট/নোটারি পাবলিক (থাকলে দিবেন; না থাকলে নাই)
এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন। কমেন্টে লিংক দিয়ে দিব। সেখানে প্রবেশ করে student registration ক্লিক করবেন। তারপর আপনার কোর্স, সেশন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলেই আপনার তথ্য চলে আসবে। SSC HSC রোল, রেজিঃ নং, রেজাল্ট, পাসের বছর, নাম, পিতা মাতার নাম, অনার্সের সাবজেক্ট, ফোন নাম্বার যা যা চাইবে সব তথ্য পূরণ করবেন। খুবই সহজ কাজ। এরপরেও খুলতে সমস্যা হলে ইউটিউবে দেখে নিবেন।
এরপর Log in করে Academic service ক্লিক করবেন। সেখানে দেখতে পারবেন registration card correction অপশন আছে। যা যা সংশোধন করতে চান তা সঠিকভাবে পূরণ করুন। উক্ত কাগজপত্র স্ক্যান করে পিডিএফ ফাইল যুক্ত করুন। এরপর ১ লাইনে Reason লিখে সাবমিট করুন। তারপর Payslip লেখা দেখতে পারবেন। সেটা (২ পেজ) প্রিন্ট করে সোনালী ব্যাংকের মাধ্যমে ৫০৬ টাকা জমা দিবেন।
এরপর দেড় থেকে দুই মাস সময় লাগবে। পাশে approve লেখা দেখালে কিছুদিনের মধ্যে রেজিষ্ট্রেশন কার্ড আপনার কলেজে চলে যাবে। নিজে অথবা অন্যকাউকে ব্যাংক রশিদ এবং পুরাতন রেজিঃ কার্ড সাথে নিয়ে কলেজে পাঠিয়ে ফ্রেশ কপি তুলে নিবেন।
(বিঃদ্রঃ আপনি মাঝে মাঝে ওয়েবসাইটে লগইন করে দেখবেন। যদি কোন কারণে sent back করে তাহলে বুঝবেন যে কোন একটা ডকুমেন্ট ভাল ভাবে পৌঁছায়নি। ওরা পাশে লিখে দিবে। পুনরায় শুধু সেই ডকুমেন্ট টার স্ক্যান কপি add করবেন।)
এতটুকু কাজ। দালাল ধরবেন না। অনেক কলেজে ওৎ পেতে থাকা দালালরা ১০ হাজার টাকা দাবি করবে। তারা ভয় দেখাবে এই বলে যে, খুব কঠিন কাজ আপনি পারবেন না; আমাকে টাকা দেন করে দিচ্ছি। ভুলেও দিবেন না। কারণ রেজিঃ কার্ড, এডমিট, সার্টিফিকেট ও মার্কশীট সংশোধন করতে আপনার মোট ২০২৪ টাকা লাগবে মাত্র। আমি ২১/০৯/২১ তারিখে আবেদন করে ১৯/১১/২১ তারিখ approval পাই।
আরেকদিন এডমিট, সার্টিফিকেট, মার্কশীট সংশোধন নিয়ে লিখব ইনশাআল্লাহ। কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন। ভাল থাকবেন সবাই। দোয়া করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks