জাতীয়_বিশ্ব্ববিদ্যালয় #NationalUniversity এডমিট/সার্টিফিকেট/মার্কশীট সংশোধনঃ

 #জাতীয়_বিশ্ব্ববিদ্যালয়

#NationalUniversity


এডমিট/সার্টিফিকেট/মার্কশীট সংশোধনঃ



জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স/ডিগ্রি এর রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করে ফ্রেশ কপি হাতে পাওয়ার পর এডমিট, সার্টিফিকেট, মার্কশীট সংশোধন করতে পারবেন। রেজিস্ট্রেশন সংশোধনের নিয়ম নিয়ে আমার আগের লেখাটি দেখে নিতে পারেন। কমেন্টে লিংক দিব।

এডমিট/সার্টিফিকেট/মার্কশীট সংশোধনের আবেদনের জন্য যেগুলো স্ক্যান করতে হবেঃ

১) ফ্রেশ রেজিস্ট্রেশন কার্ড।

২) নির্দিষ্ট ফরমে অধ্যক্ষের সুপারিশ, স্বাক্ষর ও সীল। (রেজিস্ট্রেশন সংশোধনের সময় যেটা দিয়েছেন সেটাই)

৩) ডিন বরাবর একটা দরখাস্ত লিখবেন বাংলা/ইংরেজি তে হাতে বা কম্পোজ করে। সেটাতে অধ্যক্ষের সীল স্বাক্ষর নিবেন। (নমুনা কমেন্টে)

৪) অনার্সের ভুল এডমিট/সার্টিফিকেট/মার্কশীট। 

৫) JSC, SSC, HSC নাম সংশোধনের চিঠি।

৬) JSC, SSC, HSC এর ফ্রেশ সার্টিফিকেট সমূহ।

৭) এনআইডি কার্ড।

৮) পিতা মাতার নাম সংশোধনের জন্য তাদের এনআইডি কার্ড।


মূলকাজঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে স্টুডেন্ট অ্যাকাউন্ট এ Log in করে Examination service ক্লিক করবেন। সেখানে দেখতে পারবেন admit card correction অপশন আছে। সেটা সঠিকভাবে পূরণ করুন। উক্ত কাগজপত্র স্ক্যান করে পিডিএফ ফাইল যুক্ত করুন। এরপর ১ লাইনে Reason লিখে সাবমিট করুন। তারপর Payslip লেখা দেখতে পারবেন। সেটা (২ পেজ) প্রিন্ট করে সোনালী ব্যাংকের মাধ্যমে ৫০৬ টাকা জমা দিবেন। একইভাবে certificate এবং marksheet এর জন্য আবেদন করবেন।


সময় কত লাগবেঃ

সময় লাগবে ৩-১৫ দিন। সব ফাইল ঠিকমত সাবমিট করলে ৩ দিনের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। Login করলে দেখবেন পাশে Print লেখা দেখাবে।

ফ্রেশকপি সংগ্রহঃ

Printed দেখানোর ১০ কার্যদিবস পর বোর্ডে যাবেন। ভুলেও আগে যাবেন না, গেলে ফিরে আসতে হবে। ভুল সার্টিফিকেট/মার্কশীট নিয়ে যাবেন। সাথে নিবেন ব্যাংক রশিদ গুলো সব। এগুলো One stop service center এ জমা দিলেই আপনাকে ফ্রেশকপি গুলো দিয়ে দিবে।

শুধু admit এর সংশোধন করলে বোর্ডে যেতে হবে না; কলেজের ইমেইলে ১৫ কার্যদিবসের মধ্যে পাঠিয়ে দিবে। ক্ষেত্রবিশেষে পাঠাতে সময় বেশি নিতে পারে। সেজন্য ১ মাস পর যাওয়াই ভালো।


পরের দিন ওয়েবসাইটে নাম সংশোধন নিয়ে লিখব ইনশাআল্লাহ।

ভাল থাকুন।

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন