ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি: কেমন সুপারিশ হচ্ছে! দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক

 ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি: কেমন সুপারিশ হচ্ছে!

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক



এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এবার প্রাথমিক সুপারিশ ছাড়াই সরাসরি চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন উত্তীর্ণ প্রার্থীরা। এতদিন প্রাথমিক সুপারিশের পর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সুপারিশ দেয়া হতো। তবে সেই প্রক্রিয়ায় এবারই প্রথম পরিবর্তন এলো।


সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে।


সূত্র জানায়, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের মেধাতালিকা অনুযায়ী সরাসরি সুপারিশপ্রাপ্তদের তালিকা তৈরি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।


নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষা ডটকমকে জানান, এনটিআরসিএর ষষ্ঠ নিয়োগ সুপারিশপত্র প্রস্তুত। এখন শুধু মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই প্রকাশিত হবে।


জানা যায়, নিয়োগ সুপারিশপত্র প্রকাশের পরপরই পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে প্রার্থীরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। অপরদিকে শিক্ষক পদে চাকরি প্রার্থীরাও এটিকে ইতিবাচক উদ্যোগ বলে জানিয়েছেন।


এর আগে প্রাথমিক সুপারিশের ফলে প্রার্থীদের যোগদানে কিছুটা দেরি হতো বলে জানিয়েছেন তারা। এতে সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে তাদের কিছুটা ভোগান্তিও হতো।



এর আগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০ হাজার ৫২১ জন উত্তীর্ণ হয়েছেন। তার আগে তিন বছরের শিক্ষক শূন্য পদের তথ্য সংগ্রহ ও সংখ্যা নির্ণয়ের উদ্যোগ নেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।


শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন