Directorate of Primary Education Dhaka and Chattogram Division (dpe circular)


Apply Now

Youtube Video Link


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ 
www.dpe.gov.bd


স্মারক নং-৩৮.০০.০০০০.১৪০.১১.০২৮.২৩-২১৫ তারিখ: ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ১২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক” এর শূন্যপদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতনস্কেলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা/শর্ত অনুযায়ী দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম বেতনক্রম পদসংখ্যা বয়সসীমা শিক্ষাগত যোগ্যতা
সহকারী শিক্ষক 
বেতনস্কেল: টাকা: ৪,১৬৬


১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩)


(জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী)

৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ২১-৩২ বৎসর। 
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।


(খ) শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

শর্তাবলী:

(১) আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৪ নভেম্বর ২০২৫ (সকাল ১০:৩০ মি:) এবং শেষ হবে ২৭ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ মি:);

(২) http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে Application Form পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে Application Form পূরণ করে Submit করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর User IDসহ Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant’s Copy তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে;

(৩) আবেদন ফি জমা দানের পূর্বে Draft Applicant’s Copy একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। কোন ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির ২নং শর্ত অনুসরণ করে নতুন করে Application Form সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন User ID সংবলিত Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant’s Copy প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে;

(৪) নির্ভুলভাবে পূরণকৃত Application Form-এর বিপরীতে প্রদত্ত User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে Draft Applicant’s Copy-তে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে SMS-এর মাধ্যমে অফেরতযোগ্য ১০০.০০ (একশত) টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট ১২.০০ (বার) টাকাসহ একত্রে মোট ১১২.০০ (একশত বার) টাকা পরিশোধ করতে হবে;


(৫) আবেদন ফি পরিশোধের পর আবেদনকারীর প্রদত্ত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে আবেদনকারীর User ID-সহ একটি Password দেওয়া হবে। এরপর http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের “Download Applicant's Copy”-তে ক্লিক করে মোবাইলের প্রাপ্ত User ID ও Password Submit করে Paid স্ট্যাটাসসহ Final Applicant’s Copy প্রিন্ট করতে হবে। Final Applicant’s-এর রঙিন প্রিন্ট কপি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এছাড়াও আবেদন কি প্রাথমিকভাবে গ্রহণে হয়েছে নাকি বাতিল হয়েছে সে সম্পর্কে পরবর্তীতে জানানো হবে এবং আবেদনও আর কোনো তথ্য সংযোজন, সংযোজন, পরিবর্তন বা এজাতীয় কোনো নতুনত্বীয়া Application Form পূরণে সুবিধা থাকবে না।

(৬) পরবর্তীতে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণে উত্তীর্ণ হওয়ার পর প্রাপ্তব্য কোড প্রাপ্ত আবেদনকারীর SMS-এর মাধ্যমে প্রদত্ত/নির্বাচিত মোবাইল নম্বরে সরাসরি জানানো হবে। আবেদনকারী প্রয়োজনে ভিন্ন মোবাইল নম্বর দিয়েও কোড গ্রহণ করতে পারেন। User ID এবং Password পুনরুদ্ধারের প্রয়োজন হলে উভূত ক্ষেত্রে যথাযথ তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে।

(৭) Online আবেদনপত্র প্রাথমিকভাবে ভুল বা মোবাইল ফোন নম্বর প্রাপ্তির সমস্যা জনিত ক্ষেত্রে যোগযোগ সম্ভব না হলে বিষয়ক উচ্চ নম্বরটি সঠিকভাবে সংগ্রহ করা, SMS প্রাপ্ত করাসহ আবেদন উইন্ডোতে প্রেরণ করা হবে।

(৮) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী জেলায় অনুযায়ী নির্ধারিত প্রার্থির নিজ উপজেলার/শিক্ষা থানার নিয়োগে অগ্রাধিকার থাকবে। আবেদনকারীর নিজ উপজেলা/শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা হলে প্রার্থী সে উপজেলা/শিক্ষা থানায় অগ্রাধিকার নির্ধারিত থাকবে এবং ওই নিয়োগ সংক্রান্ত কার্যক্রম অনুমোদিত হবে।

(৯) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ এবং উচ্চ বিধিমালার ২ নভেম্বর ২০২৫ বিজ্ঞপ্তিতে সংযোজিত বিধিমালার নিয়োগে যথাযথ বিবেচনা কার্যকর করতে হবে।

(১০) বিবাহিত মহিলা আবেদনকারী আবেদনকালে তার স্বামী ভিন্ন জেলায় থাকলে আবেদনকারীর যে কোন একটি জেলা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে বিবাহের মধ্যে তিনটি কপি আবেদনে উল্লেখ করলে অথবা প্রাপ্তির ভাসে আবেদনকারী উপজেলায় স্থায়ীভাবে বিবেচিত হবে।

(১১) অসত্য/অব্য তথ্য সংযোজন/অপ্রতুল/ত্রুটিপূর্ণ আবেদনকারীর কোনো নম্বর প্রাপ্তি ব্যক্তিগতভাবে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত সকল তথ্য বা কাগজপত্র নিয়োগকারী কর্তৃপক্ষ যাচাই করবে। অন্য কোনো পর্যায়ে বা নিয়োগপ্রাপ্তির পরে অসত্য/অব্য তথ্য/প্রতারণা হলে উক্ত প্রার্থীর/নিয়োগকারীর বাতিল করা হবে এবং দণ্ডনীয়/আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(১২) উপজেলা/শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা/ শিক্ষা থানায় স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা/শিক্ষা থানায় মধ্যে প্রাপ্ত নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদন勒 নিকট জেলা, বিভাগ ভিত্তিক/উপজেলা পৃথক করে প্রতিটি বাছাই করে নিতে হবে।

(১৩) নির্বাচিত প্রার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নিজ উপজেলা/শিক্ষা থানায় কাজ করতে হবে। অন্য কোনো নতুন উপজেলার/শিক্ষা থানায় বিদ্যালয়সমূহের মধ্যে সীমিত থাকবে; স্থানান্তরযোগ্য নয়।

(১৪) ধর্মীয়গুরুত্ব বা কোনো প্রকারের শাস্ত্র বহির্ভূত তথ্যভিত্তিক আবেদন করার প্রাসঙ্গিক দেস।

(১৫) নির্দিষ্ট পরীক্ষায় স্বল্পমেয়াদী চাকরিসমাপ্তি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ নির্দিষ্ট অনুপাতে প্রার্থীদের সভাতান্ত্রিক কল্যানাভোগি, সনদধারী প্রার্থীকে নির্দিষ্ট তথ্যাদি দাখিল করতে হবে।

(১৬) অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র সংরক্ষণ করতে হবে এবং পাশপোর্ট সাইজের ২ (দুই) কপি ছবি:
(ক) জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত তথ্যাদি দাখিল করতে হবে।
(খ) সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন (মেমোরেন্ডাম/সার্টিফিকেট) করেসপন্ডেন্ট কমিটির কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সংক্রান্ত।

(ঝ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের কপি; (ঞ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি; (ট) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি; (ঠ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র; (ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদপত্র;

(১৪) প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার (কম বা তদুর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষরের নীচে নামসহ সীল থাকতে হবে;

(১৫) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;

(১৬) Online-এ আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে vas.query@teletalk.com.bd ই-মেইল ঠিকানায় অথবা যে কোন টেলিটক নম্বর হতে টেলিটকের কাস্টমার কেয়ারে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া http://dpo.teletalk.com.bd ওয়েবসাইটের ‘Help’ ট্যাবে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার হতেও তথ্য পাওয়া যাবে;

(১৭) কোন কারণ ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। আবেদনপত্র গ্রহণ/বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না;

(১৮) এ নিয়োগ বিজ্ঞপ্তির কারণে কর্তৃপক্ষ প্রার্থী গ্রহণ প্রভৃতি পদে নিয়োগ প্রদানে বাধ্য থাকবে না। কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

(স্বাক্ষর) ২৯/১০/২৩ (রাজা মুহাম্মদ আব্দুল হাই) অতিরিক্ত মহাপরিচালক ০২-৫৮৮৫০৫৩৮ adgdpe@gmail.com

আর কোনো অংশ লিখে দিতে হবে, নাকি অন্য কোনো বিষয়ে জানতে চান?

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন