Death sentence for Sheikh Hasina by the tribunal she established RTV News Published: Monday, 17 November 2025, 03:30 PM

 





Death sentence for Sheikh Hasina by the tribunal she established
RTV News
Published: Monday, 17 November 2025, 03:30 PM

Law & Justice

Death sentence for Sheikh Hasina by the tribunal she established

RTV News

Published: Monday, 17 November 2025, 03:30 PM


Death sentence for Sheikh Hasina by the tribunal she established


The International Crimes Tribunal was established in Bangladesh in March 2010 under the initiative of former Prime Minister Sheikh Hasina to try crimes against humanity committed in 1971. On Monday (17 November), that very tribunal announced a death sentence for Sheikh Hasina.


On Monday (17 November), the International Crimes Tribunal handed the former Prime Minister the death penalty on the second of the five charges brought against her. For the first charge, she was given life imprisonment.


The verdict was delivered by a three-member bench of International Crimes Tribunal-1, headed by Justice Golam Mortuza Mojumdar. The other two members were Justice Md. Shafiul Alam Mahmud and Judge Md. Mohitul Haque Enam Chowdhury.


The other two accused in this case are former Home Minister of the ousted Awami League government, Asaduzzaman Khan Kamal, and former IGP Chowdhury Abdullah Al-Mamun.


Former Home Minister Asaduzzaman Khan Kamal has also been given the death penalty for crimes against humanity in this case. Meanwhile, former IGP Abdullah Al-Mamun, who turned state witness, has been sentenced to five years in prison. He was present in the tribunal during the verdict.


During the public uprising in July last year, more than 1,500 students and civilians were killed by bullets fired by police forces and cadres of the Awami League and its affiliated organizations. More than 30 children were among the dead. Some were playing on the streets, some were on their rooftops, and some were inside their homes when they were shot dead.


This massacre was reflected not only in official statistics and investigations, but also in the United Nations’ extensive inquiry and its published report.

ই In it, a police officer in Dhaka showed a video on his phone to then–Home Minister Kamal and said: “Sir, when we shoot, one or two fall, but the rest don’t. That is the biggest concern, sir.”


This incident caused uproar throughout the country. Amid this chaos, internet services were shut down. The massacre was carried out while keeping the country in the dark. Many parents lost their children; many children lost their fathers; hundreds of women were widowed.

Finally, on 5 August last year, the Awami League government was toppled by a student–public uprising. Authoritarian ruler Sheikh Hasina was forced to flee to India. She has been living in Delhi for the past 15 months. Meanwhile, the death sentence has now been issued against her in Bangladesh.


The International Crimes Tribunal that sentenced Sheikh Hasina first issued a charge sheet in 2010. Over the past 15 years, the tribunal has delivered verdicts in 57 cases relating to 1971 war crimes.


Among these, six people have been executed after all legal processes were completed—five of them senior leaders of Jamaat-e-Islami and one from the BNP.


After the fall of the Hasina government last year, the interim government reconstituted the International Crimes Tribunal to try crimes against humanity committed during the July uprising. The tribunal is now trying influential leaders, ministers, and top bureaucrats from Hasina’s tenure, including Hasina herself.


‎ 

‎নিজের গড়া ট্রাইব্যুনালেই শেখ হাসিনার ফাঁসির আদেশ

‎আরটিভি নিউজ

‎প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০৩:৩০ পিএম

‎আইন-বিচার

‎নিজের গড়া ট্রাইব্যুনালেই শেখ হাসিনার ফাঁসির আদেশ

‎আরটিভি নিউজ

‎প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০৩:৩০ পিএম

‎শেয়ার করুন:

‎নিজের গড়া ট্রাইব্যুনালেই শেখ হাসিনার ফাঁসির আদেশ

‎একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বাংলাদেশে ২০১০ সালের মার্চে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই সৃষ্টি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার নিজের গড়া সেই ট্রাইব্যুনালেই সোমবার (১৭ নভেম্বর) ফাঁসির রায় ঘোষণা হলো শেখ হাসিনার।

‎ 

‎সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনালের আনা মোট পাঁচ অভিযোগের দ্বিতীয়টিতে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথম অপরাধে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। 

‎বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছেন। অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

‎ 

‎এই মামলার অন্য দুই আসামি হলেন- পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

‎মানবতাবিরোধ অপরাধের এই মামলায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে রাজসাক্ষী হওয়ায় আরেক আসামি আইজিপি আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি ট্রাইব্যুনালে হাজির ছিলেন। 

‎গত বছর জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন ১৫০০ এর বেশি ছাত্র-জনতা পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ক্যাডারের ছোড়া গুলিতে নিহত হন। যার মধ্যে ৩০ জনের বেশি শিশুও ছিল। এসব শিশুরা কেউ রাস্তায় খেলতে এসে, কেউ বাড়ির ছাদে, আবার কেউ ঘরের ভেতরেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

‎ 

‎শুধু সরকারি হিসেব এবং তদন্তে নয়, জাতিসংঘের দীর্ঘ অনুসন্ধান এবং সংস্থাটির দেওয়া প্রতিবেদনেও উঠে এসেছে বাংলাদেশের এই গণহত্যার চিত্র। 

‎ 

‎এও উঠে এসেছে, গণ-অভ্যুত্থান চলাকালীন নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানোর সরাসরি নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দায়িত্বে থেকে সেই নির্দেশনা বাস্তবায়ন করেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃষ্টি মতো চলে গুলি, সারাদেশের সড়কে লাশ পড়তে তাকে শয়ে শয়ে।

‎ওই সময়ের একটি ভিডিও সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। যেখানে ঢাকার একজন পুলিশ কর্মকর্তা মোবাইলে একটি ভিডিও দেখিয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে বলছিলেন, ‘স্যার, গুলি করি, পড়ে একটা যায় একটা, বাকিডি যায় না। এইডাই স্যার বড় আতঙ্কের বিষয়।’

‎এই ঘটনা গোটা দেশে তোলপাড় সৃষ্টি করেছিল। তারই মাঝে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট সেবা। গোটা দেশকে অন্ধকারে রেখে চালানো হয়েছিল গণহত্যা। খালি হয়েছে বহু মা-বাবার বুক। বাবা হারিয়েছে অনেক শিশু। বিধবা হয়েছে শতশত নারী। 

‎অবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ভারতে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচারি শাসক শেখ হাসিনা। গত ১৫ মাস দিল্লিতে রয়েছেন তিনি। এদিকে দেশে তার বিরুদ্ধে হয়ে গেল ফাঁসির রায়।

‎যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলো, সেটিতে প্রথম অভিযোগপত্র জারি করা হয় ২০১০ সালে। গত ১৫ বছরের বেশি সময়ে এই ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মোট ৫৭টি মামলার রায় ঘোষণা হয়েছে। 

‎এর মধ্যে সব আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ছয়জনের। যাদের মধ্যে পাঁচজন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা এবং একজন বিএনপির। 

‎গত বছর হাসিনা সরকারের পতনের পর জুলাই গণ-অভ্যুত্থানে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। যেখানে হাসিনা ছাড়াও তার সময়ের প্রভাবশালী নেতা, মন্ত্রী এবং আমলাদেরও বিচার হচ্ছে।

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন