লিবিয়া মাফিয়াদের গুলিতে মাদারীপুর দুই যুবক মৃত্যু

 


লিবিয়া সাগরে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু!

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মুন্না তালুকদার ও ইমরান খান নামে মাদারীপুর দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতের মধ্যে একজনের নাম ইমরান খানে, বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে,অপরজন রাজৈর বদরপাশা ইউনিয়নের পূর্ব দুর্গাবদ্দী এলাকার ইমারাত তালুকদার বড় ছেলে মুন্না তালুকদার।

মঙ্গলবার রাতে মা-রা যাওয়ার খবর নিশ্চিত হন মৃতের পরিবার ও এলাকাবাসী।

জানা যায়,গত ১১ মাস আগে মাদারীপুর কুনিয়া ইউনিয়নের রিপন নামে এক দালালের মাধ্যমে ২২ লাখ টাকা দিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হন মুন্না তালুকদার। ইমরান খান এর রওনা হওয়ার দিন তারিখ জানা সম্ভব হয়নি।

চলতি মাস নবেম্বরের ১ তারিখে ইতালির উদ্দেশ্য লিবিয়ায় ভুমধ্যসাগরে একসাথে গেম হয় তাদের।পরে সাগরের মাঝে মাফিয়ারা গুলি করলে মাথা ও বুকে গুলি লেগে মারা যান মুন্না ও ইমরান।এদিকে মরদেহের সন্ধান না পাওয়ায় নিহত মুন্না ও ইমরানের মর-দেহ লিবিয়া সাগরে ফেলে দেয়া হয় এমনটাই ধারণা করছে তাদের পরিবার ও স্বজনেরা।ঘটনা জানাজানি হলে শোকের ছায়া নেমে আসে নিহতদের পরিবারে!

সংগ্রহ মাদারীপুর সমাচার পেইজ

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন