এইচএসসির ফলাফল মন মতো না হলে ফল পুনর্নিরীক্ষার আবেদন করবেন যেভাবে

ফল পুনর্নিরীক্ষার আবেদন প্রক্রিয়া 


 ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ করা হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আবেদন করার জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ৯টি ধাপ অনুসরণ করতে হবে:


 ১. নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। ২. এরপর একটি মোবাইল নম্বর দিতে হবে, যাতে পুনর্নিরীক্ষণের ফলাফল এসএমএসে জানিয়ে দেওয়া হবে। ৩. পরবর্তী স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষা করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। ৪. প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে (যেমন: বাংলা ১ম ও ২য় পত্র) উভয় পত্রে আবেদন করতে হবে। ৫. বিকাশ, নগদ, সোনালী সেবা, ডাচ্-বাংলা রকেট ও টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। বিস্তারিত পদ্ধতি দেখা যাবে পোর্টালের 'হেল্প' অপশনে। ৬. ফি পরিশোধের পর ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন জমা দিতে হবে। ৭. ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর নতুন করে বিষয় যুক্ত করতে চাইলে তা করা যাবে, তবে নতুন করে মোবাইল নম্বর দিতে হবে না। ৮. ফি দেওয়ার আগে আবেদন পরিবর্তন করতে চাইলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে সংশোধন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদন বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। ৯. এইচএসসি ফল পুনর্নিরীক্ষার জন্য কেবল অনলাইনে আবেদন গ্রহণ করা হবে, ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন