বাংলাদেশ বার কাউন্সিল/রিভিউ আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি-27/10/25

 বাংলাদেশ বার কাউন্সিল
বার কাউন্সিল ভবন, শাহবাগ, ঢাকা।
www.barcouncil.gov.bd
নং-বিবিসি/প্রশাসন/২০২৫/১৪৪৯
তারিখঃ ২৬-১০-২০২৫ইং
রিভিউ আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি



২৫-১০-২০২৫ইং তারিখে প্রকাশিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফলে রিভিউ/পুনর্মূল্যায়নের আবেদনকারী প্রার্থীদের জন্যত্ব

এতদ্বারা অবহিত করা যাচ্ছে যে, ২৫-১০-২০২৫ইং তারিখে প্রকাশিত বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট প্রার্থীগণ নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে রিভিউ পরীক্ষার ফলাফলের পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। রিভিউ আবেদনের ফি মোবাইল টেলিফোন সেবা টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে সার্ভিস চার্জ ৪০ (চল্লিশ) টাকাসহ সর্বমোট ৪৮০/- (চারশত আশি) টাকা যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে নির্ধারিত নিয়মে প্রদান করতে হবে। ০১-১১-২০২৫ইং তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত টেলিটক প্রি-পেইড মোবাইল হতে নির্ধারিত ফি প্রদান করা যাবে। নির্ধারিত সময়ের পরে রিভিউ আবেদন ফি প্রদান করলে কোনো আবেদন গৃহীত হবে না এবং প্রার্থীর ফলাফল পুনর্মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।




PAYMENT METHOD


রিভিউ আবেদন ফি প্রদান প্রক্রিয়া


রিভিউ আবেদনকারী প্রার্থী তার অ্যাটর্নি কার্ড/প্রথমবারের মতো ইউজার আইডি ব্যবহার করে রিভিউ ফি প্রদান করতে পারবে। যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল হ্যান্ড সেট হতে ১৬২২২ নম্বরে দুটি SMS প্রেরণের মাধ্যমে ফি প্রদান করতে হবে। প্রথম SMS পাঠানোর পর প্রাপ্ত টোকেন নম্বর অনুযায়ী দ্বিতীয় SMS প্রেরণ করে রিভিউ আবেদনের সার্ভিস চার্জ ৪০/- (চল্লিশ) টাকাসহ মোট ৪৮০/- (চারশত আশি) টাকা প্রদান করা হবে এবং ১৬২২২ নম্বর হতে ০১৫৫০৫৫৫৫৫৫ নম্বর থেকে একটি কনফার্মেশন SMS প্রাপ্তির মাধ্যমে ফি প্রদান সম্পন্ন হবে।


টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে নিম্নলিখিত উপায়ে ধাপে ধাপে টু-স্টেপ এসএমএস টাইপ করে ফি প্রদান সম্পন্ন করতে হবে :


1st SMS:

BARF<space>Applicant’s User Id

and send to 16222


2nd SMS:

BARF<space>YES<space>PIN

and send to 16222



---


উপরের নির্দেশ অনুযায়ী রিভিউ আবেদন ফি সফলভাবে প্রদান করলে পুনর্মূল্যায়ন আবেদন গৃহীত হবে। হার্ডকপি জমাদান/ড্রাফট বা বার কাউন্সিল অফিসে গিয়ে ফি প্রদানের প্রয়োজন নেই।


রিভিউ আবেদন ফি প্রদান করার সর্বশেষ সময়ঃ

০১-১১-২০২৫ইং রাত ১১:৫৯ ঘটিকা।


রিভিউ আবেদন ফি প্রদান ছাড়া আবেদন দাখিল/গৃহীত কোনো অবস্থাতেই বৈধ করা হবে না।


পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।



কর্তৃপক্ষের আদেশক্রমে,

(মোঃ আল আমিন)

সচিব (ভারপ্রাপ্ত)

২৬/১০/২০২৫

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন