প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদন যোগ্যতা:
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা ডিগ্রি পাস থাকতে হবে এবং ন্যূনতম সেকেন্ড ক্লাস অর্জন করতে হবে।
শিক্ষা জীবনে (এসএসসি ও এইচএসসি পর্যায়ে) তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ক্ষেত্রে (৫ স্কেল)
জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব = প্রথম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ২.৯৯ = দ্বিতীয় বিভাগ
জিপিএ ১.০০ থেকে ১.৯৯ = তৃতীয় বিভাগ
অনার্স/ডিগ্রি পরীক্ষার ক্ষেত্রে (৪ স্কেল)
সিজিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব = প্রথম বিভাগ
সিজিপিএ ২.২৫ থেকে ২.৯৯ = দ্বিতীয় বিভাগ
সিজিপিএ ২.২৫ এর কম = তৃতীয় বিভাগ।
বিঃদ্রঃ এসএসসি ও এইচএসসিতে ২.০০ এর কম থাকলে আবেদন অযোগ্য।

একটি মন্তব্য পোস্ট করুন
Thanks