জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা- 36 July

জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা



বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস/ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।


প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এ তথ্য জানান।




বিকেল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন তিনি।


পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র পাঠ

‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়নে দলগুলোর অঙ্গীকারনামা নেওয়া হবে

Jagonews24

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

ঐতিহাসিক এই দিবস উদযাপনে দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী- পুরুষ সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।




এর আগে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার।


এমইউ/এমআইএইচএস/এমএস

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন